হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফরেক্স মার্কেট নিয়ে আলোচনা করব।
GBPUSD নিয়ে যারা মার্কেটে ট্রেড করতে চান আগামী সপ্তাহে তাদের জন্য কয়েকটি কথা বলতে চাই। GBPUSD মার্কেট বর্তমানে 1.2162 তে রয়েছে। যেখান থেকে মার্কেট অবশ্যই অবশ্যই long-time মার্কেট বাই দিকে যেতে পারে।
মার্কেটের বর্তমান অবস্থা যেটা দেখছি , তাতে অবশ্যই মার্কেট উপরের দিকে উঠবে। তাই যারা এই পেয়ারতে ট্রেডিং করতে চান তারা অবশ্যই লক্ষ্য রাখবেন এনালাইসিস করার সময় দেখে নিবেন যে মার্কেট কোন দিকে যায়। আমি যতটুকু বুঝতে পারছি তাতে মার্কেট অবশ্যই অবশ্যই 85% উপরে যাবে।
তো বন্ধুরা আপনারা প্রথমে উইকলির মার্কেট টা দেখবেন মার্কেট টান কোনদিকে নিচ্ছে।
তারপর আপনি ডের মার্কেট টা কোন দিকে যাচ্ছে সেটি দেখবেন এবং সাপোর্ট এন্ড রেসিস্টেন্স ভালোভাবে অংকন করুন। পরবর্তীতে আপনি ওয়ান আওয়ার মার্কেট এনালাইসিস করুন।
কিছু ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করুন। মার্কেট ভালোভাবে যদি আপনি সাপোর্ট এন্ড রেসিস্টেন্স আঁকতে পারেন এবং মার্কেটের মুভমেন্ট যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন।
তবে কম লাভ করার চিন্তা করে বেশি পিপস ব্যাকআপ রেখে মার্কেট করাই যুক্তিযুক্ত হবে। এবং কিছু ভালো ভালো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে আপনি মার্কেট টান সহজেই বুঝতে পারবেন।
বর্তমান উইকলি, ডেরর এবং 1 hour মার্কেট এর তিনটি ছবি দেওয়া হল।