FXBangladesh.com এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ট্রেডিং এবং ফরেক্স সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে আপনাদের ভালোবাসাও পেয়েছি অনেক। যা আমাদের কাজের স্পৃহাকে অনেক বেশী পরিমাণ বৃদ্ধি করেছে এবং সে অনুযায়ী আমরা চেষ্টা করছি ট্রেডিং সম্পর্কিত আপনাদের বিদ্যমান জ্ঞানকে আরও কিভাবে সহজে প্রসারিত করা যায় এবং কিভাবে আপনার ট্রেডিং দক্ষতাকে আরও বাড়ানো যায়। যার ফলশ্রুতিতে আমরা কয়েকদিন আগেই আমাদের প্রথম কমিউনিটি পোর্টাল এর একটি এন্ড্রয়েড এপ্স গুগল প্লে-স্টোরে অবমুক্তও করেছি যার মাধ্যমে যারা ফরেক্স ট্রেড করছেন কিংবা করতে আগ্রহী তারা আমাদের এই ট্রেডিং কমিউনিটিতে যুক্ত হয়ে সহজে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে এবং শিখতে পারেন। ইতিমধ্যেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এর ভিত্তিতে এপ্সটির কার্যকারিতা বৃদ্ধি এবং এর সাথে নতুন নতুন বিভিন্ন ফিচার যুক্ত করারও কাজ প্রক্রিয়াধীন। সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা সম্প্রতি নতুন আরও একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি নিজের ট্রেডিং দক্ষতাকে বৃদ্ধি করার সাথে সাথে কিছু পরিমাণ পুরস্কারও গ্রহন করতে পারেন। আজকে সে সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই।
Forex Community Portal কেন যুক্ত হবেন?
আমাদের এই কমিউনিটি পোর্টাল এর প্রধান লক্ষ্য হচ্ছে, ফরেক্স এবং ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সমূহ কমিউনিটি এর মাধ্যমে শেয়ার করা যার মাধ্যমে নিজদের ট্রেডিং সম্পর্কিত জ্ঞানকে আরও বাড়িয়ে নেয়া যায়। এছাড়াও, ট্রেডিং সম্পর্কিত বিভন্ন গুরুত্বপূর্ণ এনালাইসিস, নিউজ আপডেট, ট্রেডিং সিগন্যাল রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে যার মাধ্যমে আপনার জন্য মার্কেট সম্পর্কিত আপডেট এবং অবস্থান বুঝতে অনেক বেশী সহায়ক হিসাবে কাজ করবে আশা করি। আমরা ইতিমধ্যেই একটি এপ্স প্লে-স্টোরে প্রকাশ করেছি। অনুগ্রহ করে এপ্সটি ডাউনলোড করে নিতে পারেন।
Forex Community Portal কিভাবে পুরষ্কার জিতবেন?
অনেকেই আছেন যারা রিয়েল ট্রেড শুরু করতে চান কিন্তু বিনিয়োগ এর কারনে ট্রেড শুরু করতে পারেন না। অনেকেই আমাদের অনুরধ করেছেন এধরনের কোনও বোনাস অফার নিয়ে আসার, যার মাধ্যমে রিয়েল ট্রেড শুরু করা যায়। অনেক ব্রোকারই আছে যারা ফ্রি নো ডিপোজিট বোনাস অফার এর সুবিধা প্রদান করে কিন্তু সমস্যা হচ্ছে সেই এমাউন্ট উত্তোলন করার শর্ত থাকে অনেকবেশি যার কারনে অনেকেই এই ধরনের অফার ব্যবহার করতে চান না। আমাদের পার্টনার ব্রোকার এর পক্ষ থেকে কমিউনিটি এর সকল সদস্যদের জন্য রয়েছে ফ্রি কিছু পুরষ্কার এর ব্যবস্থা যার মাধ্যমে আপনি নিজ ট্রেডিং শুরু করতে পারেন। হতে পারে সেই এমাউন্ট ট্রেড শুরু করার জন্য পর্যাপ্ত নয় কিন্তু তারপরও বিশেষ কোনও শর্ত ছাড়াই পুরষ্কার এর অর্জিত অর্থ উত্তোলন করতে পারবেন।
পুরষ্কার অর্জনের জন্য, আপনাকে আমাদের কমিউনিটি পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং একজন ট্রেডার হিসাবে ফরেক্স সম্পর্কিত আপনার বিভিন্ন মতামত, প্রশ্ন, পোস্ট হিসাবে শেয়ার করতে হবে। অর্থাৎ, একজন সদস্য হিসাবে আপনাকে পোর্টালে নিয়মিত অংশগ্রহন করতে হবে। নিচে এই সম্পর্কিত বিভিন্ন তথ্যসমূহ আপনাদের কাছে উপস্থাপন করছি।
- পরিচিত ট্রেডারকে কমিউনিটিতে অংশ নেয়ার জন্য পাবেন = $0.10
- পোর্টালে কমেন্ট কিংবা পোষ্ট করলে পাবেন = $0.05
- অন্য কারও পোস্টে কমেন্ট করলে পাবেন = $0.03
- বিদ্যমান পোস্টে লাইক করলে পাবেন = $0.01
এছাড়াও, আরও বেশকিছু মাধ্যমে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার কমিউনিটি পোর্টালে যোগ হয়ে যাবে। সদস্য হিসাবে, অর্থ উপার্জনের কোনও সীমাবদ্ধতা নেই। অর্থাৎ, আপনি পোর্টালে যতবেশী সক্রিয় থাকবেন, আপনার উপার্জনের সংখ্যাও ততবেশি বৃদ্ধি পাবে।
কিভাবে পুরষ্কার উত্তোলন করবেন?
পুরষ্কার হিসাবে অর্জিত অর্থ উত্তোলনে বিশেষ কোনও শর্ত নেই। আপনি যেকোনো সময় এই অর্থসমূহ উত্তোলন করে নিতে পারবেন। অর্থ উত্তোলন করার জন্য, আমাদের এই প্রোগ্রামের স্পন্সর ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করে দেয়া হবে যা আপনি যখন ইচ্ছা তখনই উত্তোলন করে নিতে পারবেন কিংবা এর মাধ্যমে রিয়েল ট্রেডও করতে পারবেন। সুতরাং, ট্রেডিং সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার সাথে সাথে পুরষ্কার অর্জন করারও এই বিশেষ সুযোগ আপনাদের সামনে থাকবে।
শর্তসমূহ
- কমিউনিটিতে রেজিস্টারকৃত সদস্যকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে আগ্রহী হতে হবে। রেজিস্টার করার জন্য ক্লিক করুন Forex Community Portal ।
- আমাদের এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করে নিন এবং লগইন করে নিন।
- পরিচিত কাউকে রেজিস্টার করানর সময় অবশ্যই আপনার জন্য নির্ধারিত রেফারেল লিংক ব্যবহার করতে হবে। নিজ এফিলিয়েট লিংক ব্যবহার করার জন্য পোর্টালে লগইন করে উপরের অপশন থেকে General Settings Earnings My Affiliates ক্লিক করুন।
- আপনার নিজ ব্যবহার করা ইন্টারনেট আই-পি ব্যবহার করে একাধিক রেজিস্ট্রেশন করা যাবে না। অর্থাৎ, আপনি নিজ সিস্টেম থেকে একাধিকবার একাউন্ট রেজিস্ট্রেশন/ লগইন করতে পারবেন না।
- কমিউনিটি পোর্টালে ফরেক্স এবং ট্রেডিং এর সাথে সম্পর্ক নেই, এমন কোনও কিছু পোস্ট, কমেন্ট কিংবা শেয়ার করা যাবে না।
- একই পোস্ট কিংবা বিষয় নিয়ে একাধিক পোস্ট, কমেন্ট করা যাবে না।
- পোস্ট কিংবা কমেন্ট যত্রতত্রভাবে করা যাবে না।
- কোনও ধরনের ডলার ক্রয়-বিক্রয়, ব্রোকারের বিজ্ঞাপন, এফিলিয়েট মার্কেটিং কিংবা ভিন্ন কোনও ধরনের বিজ্ঞাপন সংক্রান্ত কোনও পোস্ট, কমেন্ট শেয়ার করা যাবে না।
- যেই বিষয় সম্পর্কে আপনার ধারনা নেই, সেই বিষয় সম্পর্কে ভুল কোনও তথ্য পোস্ট কিংবা কমেন্ট আকারে প্রকাশ করা যাবে না।
- পুরষ্কার হিসাবে অর্জিত অর্থ প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট আকারে আপনার একাউন্টে যোগ হয়ে যাবে। এমাউন্ট দেখার জন্য অনুগ্রহ করে কমিউনিটি পোর্টালে লগইন করে উপরের অপশন থেকে General Settings Earnings My Points অপশনে ক্লিক করুন।
- অর্থ উত্তোলন করার জন্য, আপনার একাউন্টে ন্যুনতম $10 থাকা আবশ্যিক। অর্থাৎ এই পরিমাণ ব্যালেন্স থাকলে আপনি সেটিকে উত্তোলন করতে পারবেন। অর্থ উত্তোলন করার জন্য, অনুগ্রহ করে কমিউনিটি পোর্টালে লগইন করে উপরের অপশন থেকে General Settings Earnings My Earnings অপশনে ক্লিক করুন এবং স্ক্রিনে প্রদর্শিত নিয়ম অনুসরন করুন।
- ফান্ড প্রসেসিং করার জন্য ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। (সাপ্তাহিক ছুটি এবং সরকারী ছুটি ব্যাতিত)
- ফান্ড উত্তোলন এর জন্য কোনও নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, এই অফার চলাকালীন সময়ে আপনি যতবার ইচ্ছা ফান্ড উত্তোলন করতে পারবেন।
- ফান্ড উত্তোলন করার সময়, আমাদের স্পন্সর ব্রোকারে একটি রিয়েল ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে এবং সেখানে এই ফান্ড ট্র্যান্সফার করে দেয়া হবে যা দিয়ে আপনি রিয়েল ট্রেড কিংবা যেকোনো সময় সেটিকে উত্তোলন করে নিতে পারবেন।
- অফার এর সময়কাল = পরবর্তী ঘোষণা পর্যন্ত এই অফারটি সক্রিয় থাকবে। এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আমাদের ইমেইল করতে পারেন info@fxbangladesh.com ।
Ariyan Ahmed Sajip 4 yrs
Tnq fx Bangladesh