১. একজন সদস্যর একাধিক প্রোফাইল নিবন্ধনের কোনো অনুমতি নেই। পোর্টালে যেসব সদস্যর একাধিক প্রোফাইল পাওয়া যাবে তাদেরকে বিনা নোটিশে নিষিদ্ধ করা হবে। কিংবা একটি একাউন্ট ব্যাতিরেকে অন্যান্য প্রফাইগুলো কোনও ধরনের সতর্কতা ছাড়াই ব্লক করে দেয়া হবে।
২. কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা অসৎ উদ্দেশে এই পোর্টালে কোনও ধরনের নিবন্ধন কিংবা ব্যবহার করা হলে।
৩. যেসব সদস্য স্পাম্মিং করবে তাদেরকে কোনো সতর্কবার্তা ছাড়াই নিষিদ্ধ করা হবে।
৪. এমন কোনো তথ্য পোস্ট করবেন না যা অসত্য, মানহানিকর অথবা আইনের পরিপন্থী।
৫. পোর্টালের অন্য সদস্যদের সম্মান করুন। পোর্টালে গালাগালি করা, হুমকি
দেওয়া, অপমান করা, হয়রানি করা অথবা কারো চরিত্রহনন করার চেষ্টা করবেন না। করলে তিনটি সতর্কবার্তার পরে আপনাকে নিষিদ্ধ করা হবে।
৬. কপিরাইটযুক্ত উপকরণগুলো অবৈধ ভাবে বিতরণ করা নিষিদ্ধ। আপনি যদি কোনও বিশেষ তথ্য পোর্টালে শেয়ার কিংবা পোস্ট করেন তাহলে সেটির উৎস কিংবা সুত্র এর বিস্তারিত তথ্যও প্রদান করা।
৭. প্রয়োজন না থাকলে কারো পোস্টের উত্তর দেওয়ার দরকার নেই। অর্থহীন অথবা আবোলতাবোল বার্তা বা পোস্টগুলোকে কোনো সতর্কবাণী ছাড়াই মুছে ফেলা হবে।
৮. একই ধরনের পোস্ট বারবার করা।
৯. পোস্ট করার জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করুন। যেকোনো কিছুই পোস্ট করা থেকে বিরত থাকুন।
১০. লক্ষ্য রাখুন যে, পোর্টালের জন্য নির্দিষ্ট ভাষা হল বাংলা। এছাড়াও, ব্যবহারকারী চাইলে English এর মাধ্যমে পোষ্ট করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই পোস্টের বাংলা সংকলন প্রদান করতে হবে।
১১. পোস্টিং এবং সাক্ষরে ” Text Markers” এবং ” Caps Lock” এর অপব্যবহার করবেন না। সুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলোই চিহ্নিত করুন।
১২. একটি পোস্টে সর্বাধিক ২টি লিংক শেয়ার করা যাবে। এর বাইরে যেকোনো ধরনের লিংক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
১৩. কপিরাইট আইন মোতাবেক কোনও ছবি, আর্টিকেল, উক্তি উপস্থাপন করার সময় অবশ্যই এর উৎস সম্পর্কে ধারনা প্রদান করতে হবে।
১৪. পোর্টালে করা পোস্টগুলো FX Bangladesh এর সম্পত্তি হিসেবে গণ্য হবে। যেসব সদস্য এগুলো পোস্ট করবেন পরবর্তীতে তা পুনঃসম্পাদন কিংবা মুছে ফেলার জন্য তাদের কোনো দাবিই গ্রহণযোগ্য হবে না।
১৫. বিশেষভাবে মনোনীত বিভাগের কাঠামো অতিক্রম করে অননুমোদিত ভাবে বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ।
১৬. ব্যাক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা প্রমোশনাল অফার শেয়ার কিংবা উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে।
১৭. ফোরাম প্রশাসন ফরেক্স-বাংলার মূল পেজে অন্য কোনো সাইটের প্রধান পেজের ব্যাকলিঙ্ক রাখার অধিকার সংরক্ষণ করে, যেটি ফরেক্স-বাংলার প্রতিনিধি বা অংশীদারদের দ্বারা নির্ধারিত। প্রশাসন যদি অনুরোধ না করে থাকে তাহলে এটি বাধ্যতামূলক নয়। প্রতিটি ক্ষেত্রে পৃথকভাবে বিবেচনা করা হবে।
১৮. ফোরাম প্রশাসন কোনো ব্যাখ্যা প্রদান করা ছাড়াই যে কোনো বিষয়/পোস্টিং/স্বাক্ষর মুছে ফেলার ক্ষমতা রাখে।
১৯. ফোরাম প্রশাসন কোনো কারণ না দেখিয়ে যে কোনো বিষয়/পোস্ট অন্যত্র স্থানান্থর করার অধিকার রাখে, যদি মনে হয় সেই বিষয়/পোস্ট ভুল জায়গায় দেওয়া হয়েছে।
২০. যখন অন্য কারো পোস্টে সাড়া দিতে যাবেন, তখন তার সম্পূর্ণ পোস্টের উদ্ধৃতি না দেওয়াই ভালো। দয়া করে সুধুমাত্র সেইসব শব্দগুলো নির্বাচন করুন যাদের উত্তর দেওয়া আপনি প্রয়োজনীয় মনে করেন।
২১. ফোরাম আয়োজিত কোনো প্রতিযোগিতায় ভোট করার জন্য অন্য কাউকে ব্যক্তিগত বার্তা বা ভিজিটর ম্যাসেজের মাধ্যমে উৎসাহিত করা যাবে না। এই নিয়ম ভঙ্গ করলে আপনাকে সেই প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা এমনকি ফোরাম থেকে নিষিদ্ধও করে দেওয়া হতে পারে।
২২. অল্প সময়ের মধ্যে একটি সারিতে সংক্ষিপ্ত বার্তা দিয়ে পোস্ট করা যাবে না।
২৩. যেসব EA ব্রোকার সফটওয়্যারের দুর্বল অংশকে ব্যবহার করে সুবিধা নেয় সেইসব EA নিয়ে আলোচনা বা ব্যাবহার করার জন্য কাউকে উৎসাহ প্রদান করা যাবে না।